কোরবানীর গরুর ওজন থেকে দাম বের করা সম্ভব কি?

সেটা মোটামুটি সম্ভব। গরুর লাইভ ওজনের (সামগ্রিক ওজন) ৫০ থেকে ৫৫ শতাংশ মাংস ধরা হয়। যেমন ২০০ কেজি ওজনের গরুর ৫০ শতাংশ মাংস ধরলে অর্থাৎ গরুটির ১০০ কেজির বেশি (২ দশমিক ৬৮ মণ) মাংস এবং বাকিটা হাড়সহ অন্যান্য জিনিসের ওজন। প্রতি কেজি গরুর মাংসের বাজারদরের সঙ্গে গুণ করলে দাম সম্পর্কে ধারণা পাওয়া যায়।

যেমন ১ কেজি গরুর মাংস যদি ৮০০ টাকা হয়, তাহলে ২০০ কেজি লাইভ ওজনের গরুর দাম হতে পারে ৮০০ X ১০০ বা ৮০ হাজার টাকার বেশি। এছাড়া পাশাপাশি গরুর রং বা অন্যান্য কিছুর ওপর গরুর মূল্য কমবেশি হতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *