লেবু চাষের সঠিক পদ্ধতি ও রোগ-বালাই দমন ব্যবস্থাপনা

সঠিক নিয়মে লেবু চাষে মিলবে শতভাগ সফলত। কোন মাটিতে কী পদ্ধতিতে লেবু চাষ করলে ভালো ফলন হবে এটা জানা যেমন জরুরি ঠিক তেমনি পরিমাণ মতো সব উপকরণও দিতে হবে।

পাঠক আসুন জেনে নেই, লেবু চাষের সঠিক পদ্ধতি।

মাটি: হালকা দোআঁশ ও নিষ্কাশন সম্পন্ন মধ্যম অম্লীয় মাটিতে লেবু ভাল হয়।

রোপণ পদ্ধতি: গুটি কলম ও কাটিং তৈরি করে মধ্য-বৈশাখ থেকে মধ্য-আশ্বিন  (মে-সেপ্টেম্বর) মাসে ২.৫*২.৫ মিটার দূরত্বে রোপণ করা ভালো।

সার প্রয়োগ মাত্রা /গাছ পতি: ইউরিয়া ৪৫০-৫৫০গ্রাম, টিএসপি ৩৭৫-৪২৫ গ্রাম, এমপি ৩৭৫-৪২৫ গ্রাম, গোবর ১৫-২০ কেজি।

সার প্রয়োগ পদ্ধতি: প্রথম কিস্তি মধ্য-ভাদ্র থেকে মধ্য কার্তিক (সেপ্টেম্বর-অক্টোবর) মাসে, ২য় কিস্তি মধ্য মাঘ-মধ্য ফাল্গুন  (ফেব্রুয়ারি) মাসে এবং ৩য় কিস্তি মধ্য-জ্যৈষ্ঠ থেকে মধ্য-আষাঢ় (জুন) মাসে প্রয়োগ করতে হবে।

আরও পড়ুনঃ চিচিঙ্গা পঁচে যাওয়ার কারণ?

শাখা ছাঁটাই: প্রতি বছর মধ্য-ভাদ্র থেকে মধ্য-কার্তিক  (সেপ্টেম্বর-অক্টোবর) মাসে গাছের অবাঞ্ছিত শাখা ছাঁটাই করতে হবে।

পানি সেচ  নিষ্কাশন: খরা মৌসুমে ২-৩ বার সেচ প্রয়োগ করা দরকার। জলাবদ্ধতা সহ্য করতে পারে না বিধায় বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের সময় গাছের গোড়ায় যাতে পানি না জমে সে জন্য নালা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

অন্যান্য পরিচর্যা: 

লেবুর প্রজাপতি পোকা দমন: এ পোকার কীড়া পাতা খেয়ে ফেলে। এ জন্য ফলন ও গাছের বৃদ্ধি ব্যাহত হয়।

প্রতিকার: ১. ডিম ও কীড়াযুক্ত পাতা সংগ্রহ করে মাটির নিচে পুঁতে বা পুড়ে ফেলতে হবে। ২. ডাইমেক্রন ১০০ ইসি ১ মিলি অথবা সেভিন ৮৫ এসপি ১ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ১০-১৫ দিন পর পর প্রয়োগ করতে হবে।

Related Posts

This Post Has One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *