সেন্টমার্টিনগামী অন্যতম জনপ্রিয় জাহাজ কেয়ারি সিন্দাবাদ
সেন্টমার্টিন ভ্রমণে কেয়ারি সিন্দাবাদ; ছবি : কেয়ারি ট্যুরস এন্ড সার্ভিস লিমিটেড
বাংলাদেশের জনপ্রিয় টুরিস্ট ডেসটিনেশনের মাঝে অন্যতম হচ্ছে সেন্টমার্টিন। প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক সেন্টমার্টিনে যেয়ে থাকেন। সেন্টমার্টিনে যেতে হলে আপনাকে টেকনাফ থেকে ট্রলার কিংবা জাহাজে করে যেতে হবে। সেই ধারাবাহিকতায় চলুন জেনে নেয়া যাক কেয়ারি সিন্দাবাদ জাহাজ সম্পর্কে। টেকনাফ-সেন্টমার্টিনের সবথেকে জনপ্রিয় জাহাজটি হচ্ছে এই কেয়ারি সিন্দাবাদ। এটি একই সাথে পুরাতনও। তবে এই জাহাজের টিকিট মূল্য সবথেকে কম। এই জাহাজে রয়েছে ৩৪৬টি নন এসি আসন। উন্নতমানের ক্যান্টিন থেকে খাবার খেতে পারবেন। এছাড়াও রয়েছে দক্ষ নিরাপত্তাকর্মী। তাই বেশ নিরাপদেই আপনি ভ্রমণ করতে পারবেন।
পুরো জাহাজটি বেশ খোলামেলা। ফলে বিশাল সমুদ্র খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। জরুরী অবস্থার জন্য এই জাহাজে রয়েছে লাইফ জ্যাকেট, ১১টি নৌকা, ৮টি বয়া ইত্যাদি।
জাহাজের সময়সূচী
সাধারণত শীতের সময়েই শুধু জাহাজগুলো চলাচল করে। অর্থাৎ নভেম্বর থেকে মার্চে জাহাজে যেতে পারবেন। অন্য সিজনে জাহাজ চলাচল অফ থাকে। তবে আবহাওয়ার ওপর ভিত্তি করে সময় কিছুটা পরিবর্তন হতে পারে। টেকনাফ থেকে জাহাজটি সাড়ে ৯টায় ছেড়ে যায়। আবার সেন্টমার্টিন থেকে বেলা ৩টায় টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
সুবিধা
তিন ধরনের আসন ব্যবস্থা উন্নতমানের খাবারের ক্যান্টিন ফার্স্ট এইড কিটের ব্যবস্থা দক্ষ সেবাকর্মী জরুরী প্রয়োজনে লাইফ জ্যাকেট ও নৌকার সু-ব্যবস্থা
যাত্রীদের নিরাপত্তার বিভিন্ন ব্যবস্থা রয়েছে জাহাজটিতে;
টিকিট মূল্য
মেইন ডেক। আপ-ডাউন ভাড়া একত্রে ৬৫০ টাকা । ওপেন ডেক। আপ-ডাউন ভাড়া একত্রে ৮০০ টাকা । ব্রিজ ডেক। আপ-ডাউন ভাড়া একত্রে ৯০০ টাকা । চাইলে আপ-ডাউন টিকিট আলাদা কাটতে পারবেন। কিন্তু ঝামেলা এড়াতে এক সাথে টিকিট ক্রয়ই ভালো। যেদিন ফিরতে চান সেদিনের তারিখ কাউন্টারে জানিয়ে দিবেন। ভাড়া পরিবর্তনশীল।
টিকিট বুক করার স্থান দেশের বিভিন্ন স্থানেই এই জাহাজের অফিস রয়েছে। এসব স্থান থেকে সহজেই টিকিট বুক করতে পারেন। উল্লেখ্য ছুটির দিনে ভিড় হওয়ার সম্ভাবনার জন্য আগে থেকেই টিকিট বুক করে রাখতে পারেন।
ঢাকা অফিস কর্পোরেট অফিস কেয়ারী প্লাজা (৬ষ্ঠ তলা), ৮৩, সাত মসজিদ রোড, ৮/এ, ধানমন্ডি, ঢাকা- ১২০৯। ফোন- ৮১২৫৮৮১, ৮১৫৬২৯৬-৭
মোবাইল ফোন: ০১৭১২১১৪০০৯ ফ্যাক্স- ৮৮০-২-৯১৩৫৪৫৯
ই-মেইল- TOURISMKEARI@YAHOO.COM
ওয়েবসাইট- www.tourismkeari.com
কক্সবাজার অফিস উর্মি গেস্ট হাউজ, কলাতলী রোড, কক্সবাজার। ফোন- ০৩৪১-৬২৮১২, ০১৮১৭-২১০৪১২-৫ ফ্যাক্স- ০৩৪১-৬২৮১০
রয়েছে বিভিন্ন মানের আসন ব্যবস্থা এবং কেন্টিন;
চট্টগ্রাম অফিস কেয়ারী ইলিসিয়াম (৩য় তলা), প্যারেড কর্নার, চক বাজার, চট্টগ্রাম। ফোন- ০৩১-২৮৫১৩৮৫, ৬২৪১৮৩ মোবাইল- ০১৮১৭-২১০৪২৮, ০১৮১১-৪৮০৩৩৯
রাঙ্গামাটি অফিস ২২, পৌর সুপার মার্কেট, কাঁঠালতলী, রাঙ্গামাটি। মোবাইল- ০১৮১৭-১৪৫৮৭৫
টেকনাফ অফিস সিন্দবাদ ঘাট, দমদমিয়া, বিজিবি চেকপোস্ট, টেকনাফ, কক্সবাজার ফোন – ০৩৪২৬৭৫০১৭ মোবাইল – ০১৮১৯-৩৭৯০৮৩, ০১৮১৭-২১০৪২৬, ০১৮১১-৪১৮৪৭৯
সেন্টমার্টিন অফিস কেয়ারী মারজান রেস্টুরেন্ট, বিচ পয়েন্ট, সেন্টমার্টিন, টেকনাফ, কক্সবাজার মোবাইল- ০১৮১৭-২১০৪২৭
জাহাজঘাটে কীভাবে যাবেন ঢাকা থেকে টেকনাফের উদ্দেশ্যে এসি, নন এসিসহ বেশ কিছু বাস ছেড়ে যায়। হানিফ, গ্রিন লাইন, সেন্ট মার্টিন হুন্দাই, শ্যামলী পরিবহন সহ অনেক পরিবহন কোম্পানির বাস সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যায়। ঢাকার গাবতলি, কলাবাগান, আরামবাগ, সায়দাবাদ এলাকা থেকে এসব বাস টেকনাফের জাহাজ ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ভাড়া নন এসি ৯০০ টাকা এবং এসি ১৬০০-২০০০ টাকা। চট্টগ্রাম থেকেও টেকনাফগামী এসি বা নন এসি বাস পাবেন।
জাহাজ মিস করলে কি করবেন?ঃ জাহাজ নির্দিষ্ট সময়েই ছেড়ে যায়। তাই বাস লেট করলে আপনার জাহাজ মিস হতে পারে। সেক্ষেত্রে ১০ মিনিট দূরত্বের ঘাট থেকে ট্রলার বা স্পিড বোট ছেড়ে যায়। ট্রলার বা স্পীড বোটে যেতে পারেন সেন্ট মার্টিনে। তবে সেসব মাধ্যমে যাওয়া একটু বিপজ্জনক। তাই পরের দিনের জাহাজে সেন্টমার্টিনে যাওয়াই শ্রেয়।
অনলাইন বুকিং চাইলে অনলাইনে কেয়ারি সিন্দাবাদের টিকিট ক্রয় করতে পারেন। www.shohoz.com থেকে অনলাইনে কেয়ারি সিন্দাবাদের টিকেট কাটতে পারবেন।
This Post Has One Comment